ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নতুন সিইসি’র কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
‘নতুন সিইসি’র কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে না’ বই মেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি :কাশেম হারুন

ঢাকা: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে কখনোই সক্ষম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে অমর একুশে গ্রন্থমেলায় ফাতেমা সালমা ‘সুন্দরী শূন্য’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আবারও নিশ্চিত করে বলতে চাই, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কমিশন কখনোই নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে না।

কারণ, তার দলীয় পক্ষপাত এভাবেই ঠিক, তা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।

পদ্মাসেতু প্রকল্পে কানাডার আদালতে দুর্নীতি প্রমাণিত হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রায় বা কানাডার আদালতের বিচারে ব্যাপারে আমরা কখনই উক্তি করিনি এবং আমাদের মূল বক্তব্য সেই সময় যেটা ছিলো, এখনো তাই। কার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ উঠেছে, কোথায় কি প্রমাণ হলো না বা হলো, সেটা আমাদের বিষয় না।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএন/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।