ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা গ্রেফতারের ঘটনায় মহাসচিবের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বিএনপি নেতা গ্রেফতারের ঘটনায় মহাসচিবের নিন্দা

ঢাকা: ঢাকা মহানগর বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মো. মফিজকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পৃথক ভাবে তাদের গ্রেফতার করা হয়।

ফখরুল বলেন, “জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহৌৎসব চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করবেন ফখরুল।  

ঢাকা মহানগর বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মো. মফিজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি মো. নাসিরউদ্দিন এবং মো. মফিজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান ফখরুল।

অপর এক বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক মির্জা আব্বাস ঢাকা মহানগর মো. নাসিরউদ্দিন এবং মো. মফিজকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের বাক- স্বাধীনতা ও হারানো গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা যাতে নিরুৎসাহী হয় কিংবা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।

আমি তাদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও শর্তহীন মুক্তির জোর দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।