ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিসিকের দুই কাউন্সিলর বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
সিসিকের দুই কাউন্সিলর বরখাস্ত

সিলেট: এবার সাময়িকভাবে বরখাস্ত হলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর। তারা হলেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম এবং ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দিনার খান হাসু।

বরখাস্তের আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদ্য বরখাস্ত হওয়া দুই কাউন্সিলর। এ আদেশ কপি মঙ্গলবার বিকেলে তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন তারা।

৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও  দিনার খান হাসুকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিলেট সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বিরুদ্ধে দায়েরকৃত সিলেট মহানগরীর কোতোয়ালি থানার জিআর মামলা নং-৩৬০/২০১২ এর অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্ত করার বিধান রয়েছে।

যে কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপ ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।  

অবগতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুলিপি সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ সরকারের ১১টি দপ্তরে প্রেরণ করা হয়।  

এ ব্যাপারে মঙ্গলবার রাতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বাংলানিউজকে বলেন, দুই কাউন্সিলর সাময়িক বরখাস্তের বিষয়ে চিঠি দুই দিন আগে তার হাতে এসে পৌছেছে। নির্দেশনা মোতাবেক যত তাড়াতাড়ি সম্ভব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

মন্ত্রণালয়ের আদেশ প্রাপ্তির কথা স্বীকার করে ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘বি-ভাইরাস, পুরাতন রোগ, নতুনভাবে দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের প্রেসক্রিপশন পাইছি। এই চিকিৎসা সিলেট অয় না, ঢাকায় যাইতে হবে। ’

এ ব্যাপারে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু জানান, মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের চিঠি মঙ্গলবার হাতে এসে পেয়েছি।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বরখাস্ত দাবি করে তিনি বলেন, এ ব্যাপারে তিনি আইনী লড়াই চালিয়ে যাবেন।

এর আগে সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে নাম আসে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর।

যে কারণে ২০১৫ সালের ৭ জানুয়ারি সিটি করপোরেশন আইন ২০০৯ এর ১২ (১) ধারার বিধানে সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

যদিও মেয়র পদ ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে শরণাপন্ন হয়েছেন আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।