ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় যুবলীগ নেতা অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
কুমিল্লায় যুবলীগ নেতা অপহরণ

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরায় মো. মামুন (২৫) নামের এক যুবলীগ নেতাকে মারধর করে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা এলাকা থেকে মামুনকে মারধর করে তুলে নেওয়া হয়।

নিখোঁজ মামুন আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাক ভূঁইয়ার ছেলে এবং আলকরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ।

নিখোঁজ মামুনের চাচা আহসান উল্লাহ ও ভাই মাহবুব জানান, মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজন মামুনকে নোয়াইজ্জা থেকে মারধর করে প্রথমে ডেকরা একটি ক্লাবে আটকে রেখে আবারো মারধর করে। সর্বশেষ তারা মামুনকে আশফালিয়ার হয়ে ফেনীর দিকে নিয়ে যায় বলে তারা খবর পায়। পরিবারের লোকজন আশেপাশের এলাকা ও ফেনির বিভিন্ন স্থানে খোঁজ করেও এখনো মামুনের কোনো সন্ধান মিলেনি।


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল জানান, যুবলীগ নেতা মামুনকে মারধরের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। তাকে পাওয়া যায়নি। মামুনের বিরুদ্ধে হত্যাসহ ৭-৮টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।