বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ভাসানী ন্যাপ আয়োজিত প্রধানমন্ত্রীর ভারত সফর ও বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন মাত্রা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে জাতীয় উৎসবের অংশ হিসেবে উলু ধ্বনি দেওয়া হয়।
তিনি বলেন, যারা দেশ বিক্রির কথা বলছেন, তারা জনগণকে বিভ্রান্ত করছেন। খালেদা জিয়া চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিলেন, তাতে কি দেশ বিক্রি হয়ে গেছে?
জনমনে বিভ্রান্তি না ছড়িয়ে প্রধানমন্ত্রী যা অর্জন করেছেন তার জন্য অভিনন্দন এবং নিজেরা অর্জন করতে না পারার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এএম/এএ