রোববার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে ইউনিয়নের চরআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব এনায়েতনগরের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রাথী বাদল তালুকদারের সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেহানা আকনের সমর্থকরা বাঁধা দেন।
মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়।
এদিকে, দায়িত্ব অবহেলার কারণে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বুলবুল মহেন্দ্র নামে এক পোলিং অফিসারকে ভোট কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, সীমানা জটিলতা, একটি ইউনিয়ন থেকে দু’টি ইউনিয়নে রূপান্তরসহ নানা কারণে বাদ পড়ে যাওয়া কালকিনি উপজেলার দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন ও সদস্য পদে ৬৪ জন এবং রাজৈর উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন ও সদস্য পদে ১৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কালকিনিতে ১৭ হাজার ৮৫০ জন ও রাজৈরের ৫৭ হাজার ৭৫১ জন ভোটার এবার ভোট দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই