ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি পরিবর্তনের জন্য রাজনীতি করে: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বিএনপি পরিবর্তনের জন্য রাজনীতি করে: দুদু প্রদিবাদী যুব সমাবেশ আয়োজিত সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইলিয়াস আলীসহ গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ৫ বছর পার এবং অবিলম্বে তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রদিবাদী যুব সমাবেশ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে দুদু বলেন, এ সরকারের আমলে আমাদের নেতা এম ইলিয়াস আলী, কুমিল্লার সাবেক সংসদ সদস্য রুমি, চৌধুরী আলমসহ বহু নেতাকর্মীকে গুম করা হয়েছে। আজও তাদের সন্তান, স্বজনরা অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু বলেন, আপনাকে (প্রধানমন্ত্রী) ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে। চৌধুরী আলম, রুমিসহ গুম হওয়া সবাইকে ফেরত দিতে হবে। তা না হলে বর্তমান প্রধান বিচারপ্রতি এস কে সিনহার আমলেই আপনার বিচার হবে। গুম হওয়া পরিবারের সদস্যরাই আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন, তারা আপনাকে ক্ষমা করবে না। আপনাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

বিএনপির এ নেতা বলেন, বিএনপি পরিবর্তনের জন্য রাজনীতি করে। পরিবর্তনের জন্য নেতৃত্ব দেয়। এখন সরকার পরিবর্তনের জন্য নেতৃত্ব দিচ্ছে। ইনশাল্লাহ আমরা সফল হয়েই লক্ষ্যে পৌঁছাবো।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে, এটা পাগলও বিশ্বাস করে না। এসব বিশ্বাস করতে পারেন কেবল মাত্র শাহরিয়ার কবির, মুনতাসির মামুন বা ওবায়দুল কাদের গং।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার ও এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমএ/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।