ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ফুলছড়িতে জালভোট দেয়ার অভিযোগে আটক ৭  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ফুলছড়িতে জালভোট দেয়ার অভিযোগে আটক ৭  

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জালভোট দেয়ার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৬ এপ্রিল) দুপুরে উড়িয়া ইউনিয়নের দু’টি ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিদের মধ্যে সিয়াম আহমেদ, ফুলমিয়া, হাসান মাহমুদ ও আব্দুর রাজ্জাকের নাম জানা গেছে।

এদের মধ্যে আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা শোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর আগে উড়িয়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেয়ার চেষ্টাকালে আটক হন আব্দুল রাজ্জাক।  

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, নির্বাচন চলাকালে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জালভোট দেয়ার চেষ্টা করায় সাতজনকে আটক করা হয়। পরে এদের মধ্যে আব্দুর রাজ্জাককে জরিমানা করা হয়।  

তিনি আরো জানান, আটক বাকি ছয়জনকেও ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও উদাখালী ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় উড়িয়া ইউপির চেয়ারম্যান ও উদাখালী ইউপির সদস্য পদ শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।