দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলার চার্জশিটও (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালত এ পরোয়ানা জারি করেন।
তবে এ মামলার অভিযোগ থেকে আদালত সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনকে অব্যাহতি দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
তিনি জানান, সাক্কুকে গ্রেফতার এবং সম্পত্তি জব্দের অগ্রগতি জানিয়ে আগামী ০৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০০৮ সালের ০৭ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতা বাদী হয়ে সাক্কু ও তার স্ত্রী আফরোজা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।
দীর্ঘ আট বছর তদন্ত শেষে গত বছরের ৪ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিটে বলা হয়, চার কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করা হয় চার্জশিটে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমআই/এসএইচ/এএসআর