ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
জনগণ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না

ঢাকা: জনগণ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী।

রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিরাজগঞ্জের ছাত্রদলের সাবেক ছাত্র নেতাদের আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আমরা বরাবরই শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই।

কিন্তু সরকার আন্দোলনকে ভয় পায়। তারা গুম, খুন করছে। আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি করছে। আমাদের কর্মীরা অনেক সময় স্বেচ্ছায় আত্মগোপনে যেতে বাধ্য হন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ হুমকি ও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। শেখ হাসিনার অধীনেই নাকি নির্বাচন হবে। কিন্তু জনগণ চায় না শেখ হাসিনার অধীনে নির্বাচন হোক। তারা নিরপেক্ষ নির্বাচনের কোনো উদাহরণ দিতে পারেনি। সরকারের আসলে লজ্জা নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখন আর নেই। শুধু ক্ষমতায় থাকার জন্য তারা অগণতান্ত্রিক পথ ব্যবহার করছে। এর আগে বাকশাল কায়েম করায় ক্ষমতায় আসতে তাদের ২১ বছর সময় লেগেছে। সামনে আরো ভুগতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউএম/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।