শুক্রবার (২৮ এপ্রিল) আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সার এ ধারা জারি করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু ওই সম্মেলনকে অগ্রাহ্য করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল খায়ের শৃক্রবার (২৮ এপ্রিল) বিকেল তিনটায় এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠে পাল্টা সম্মেলনের প্রস্তুতি নেন। উপজেলা আওয়ামী লীগ নেতারা এ সম্মেলনের বিরোধিতা করায় এ নিয়ে লালপুরে উত্তেজনা চলছিল।
এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএ