ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ২১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, উপ-প্রচার সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, উপদপ্তর সম্পাদক পদে ২ জন পদ পেয়েছেন।

এছাড়া শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, পাঠাগার বিষয়ক সম্পাদক, উপ- পাঠাগার বিষয়ক সম্পাদক, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, সমাজসেবা বিষয়ক সম্পাদক, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, উপ- ক্রীড়া সম্পাদক, ছাত্রী বিষয়ক সম্পাদক, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক, কৃষি বিষয়ক সম্পাদক, উপ-কৃষি বিষয়ক সম্পাদক, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক, উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিজ্ঞান বিষয়ক সম্পাদক, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক, সাহিত্য বিষয়ক সম্পাদক, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক, সাহিত্য বিষয়ক সম্পাদক, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, কর্মসূচি বিষয়ক সম্পাদক, উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, উপ-মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ছাত্রকল্যাণ ও পরামর্শ বিষয়ক সম্পাদক, উপ-ছাত্রকল্যাণ ও পরামর্শ বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, পরিকল্পনা বিষয়ক সম্পাদক, উপ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক, উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, উপ- অর্থ বিষয়ক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক, উপ- আপ্যায়ন সম্পাদক, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক, উপ- নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, উপ- আইন বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, উপ- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে একজন করে পদ পেয়েছেন।

এছাড়াও সহ-সম্পাদক পদে ৫৩ জন এবং কার্যকরী সদস্য পদে ২৭ জন পদ পেয়েছেন।

এর আগে ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে মো. জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।