ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইলে মহিলা জামায়াতের আমিরসহ ৩৬ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ১, ২০১৭
নড়াইলে মহিলা জামায়াতের আমিরসহ ৩৬ জন কারাগারে

নড়াইল: নড়াইল জেলা মহিলা জামায়াতের আমির হোসনে আরা বানুসহ দলটির ৩৬ কর্মী-সমর্থককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

সোমবার (১ মে) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।  

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার রাতে জেলা শহরের ভওয়াখালী এলাকায় জেলা জামায়াতের আমির আশেক এলাহীর বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ৩৬ জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।  

নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান জানান, আটক ৩৬ জনের বিরুদ্ধে রাতে নাশকতার আশঙ্কায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ঘ) ধারায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।