বুধবার (০৩ মে) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ ২, ৩ ও ৪ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এতদিন তাদের মহাসচিব বলেছেন, গতকাল থেকে বিএনপি নেত্রীও সে কথা নিয়ে আসরে বসে গেছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, আমি তিক্ততা বাড়াতে চাই না। কিন্তু আওয়ামী লীগের হাওয়া ভবন আর খাওয়া ভবন তৈরির রেকর্ড নেই। ভবিষ্যতেও থাকবে না। এর আগে আমরাও ক্ষমতার বাইরে গেছি। কিন্তু আমাদের কোনো নেতা পালিয়ে যাননি। তার (খালেদা জিয়া) ছেলে রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়েছে। তিনি কি সে কথা ভুলে গেছেন?
বিএনপির সহায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনে সহায়ক সরকারের নিয়ম নেই। বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না। যে বা যারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের ব্যাপার।
কাদের বলেন, আমরা তো কোনো সুবিধা বা করুণা বিতরণ করছি না। নির্বাচনে অংশ নেওয়া তো তাদের অধিকার। আমরা চাই স্বচ্ছ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আর এখন তারা হেরে যাওয়ার ভয়ে সমালোচনা করছে।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএ/এমজেএফ