তিনি বলেন, ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে হবে। প্রধানমন্ত্রীর ভিশনকে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
বুধবার (০৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ছাত্রলীগ রুখে দিয়েছিল। নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে যারা আসবেন তাদের দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। মাদকের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
জনপ্রিয়, মেধাবীরাই ছাত্রলীগের নেতৃত্ব দেয় উল্লেখ করে প্রধান বক্তার বক্তৃতায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন বলেন, এদেশের ছাত্র সমাজ ছাত্রলীগকে বুকে আঁকড়ে ধরেছে।
২০১৯ সালের নির্বাচনে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাজ করে নেত্রীকে আবার ক্ষমতায় আনতে হবে।
ব্যানার-ফেস্টুনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাদের ছবি ব্যবহার না করার নির্দেশনা বাস্তবায়ন করায় দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে জাকির বলেন, জননেত্রী হাওরাঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এগুলো ব্যানার-ফেস্টুনে তুলে ধরতে হবে। নিরক্ষরমুক্ত বাংলাদেশ উপহার দিতে ছাত্রলীগকে কাজ করতে হবে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন সিরাজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএএএম/আরএ