বৃহস্পতিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ৫ মে’র তাণ্ডবের মদদদাতার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এই মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সন্ত্রাস জঙ্গিবাদী গোষ্ঠীর মদদদাতা খালেদা জিয়া, তার মদদেই ৫ মে তাণ্ডব হয়, জঙ্গি হামলা হয়, কোরআন শরীফের দোকানে আগুন দেওয়া হয়, এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়া হয়।
যতদিন পর্যন্ত তাকে আইনের আওতায় না আনা হবে ততদিন পর্যন্ত এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করা যাবে না।
৫ মে সম্পর্কে তিনি বলেন, এই ঘটনায় অনেক মামলা হয়েছে আমি পুলিশকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব চার্জশিট নিয়ে এই ঘটনার পিছনে যারা আছে তাদের আইনের সামনে দাঁড় করান।
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, সহায়ক সরকার বলতে কিছু নেই, যে সরকারের হাতে ক্ষমতা আছে সে সরকারের সময়েই নির্বাচন হবে, তবে নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।
চিত্রনায়িকা নতুনের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা শাহজাহান সাজু, হাবিবুর রহমান মানিক সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসটি/আরআই