শুক্রবার (৫ মে) বিকেলে থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত মহানগর বিএনপির তৃণমুল কর্মী সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্মমহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
মীর্জা আব্বাস আরো বলেন, লেভেল প্লেইং ফিল্ড না করে নির্বাচন দিলে বিএনপি কী করবে সে ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত নেবে। তবে কাউকে খালি মাঠে গোল দিতে দেয়া হবে না।
এসময় নেতাকর্মীদের দলীয় দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, দলের মধ্যেও অনেক নেতা অসহিষ্ণু হয়ে পড়ছেন। কেউ হতাশায়, আবার কেউ ক্ষমতায় যাওয়ার জন্য। এসব বাদ দিতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, ভয়কে জয় করে আন্দোলন করতে হবে। যারা আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে আছেন তাদের প্রতিহত করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
এদিকে, মহানগর ও জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বরিশাল জেলা ও মহানগর বিএনপির মধ্যে ঐক্য আছে এবং ছিল। কিন্তু কেন্দ্র থেকে দেয়া কিছু সিদ্ধান্তের কারণে তৃনমূল বিএনপির মধ্যে সমস্যার সৃস্টি কর। জেলা ও মহানগর নেতৃবৃন্ধর সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিলে দলের মধ্যে বিভাজন হওয়ার সম্ভবনা থাকবে না।
এদিকে, কর্মীসভায় মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনেই স্লোগান দেয়া নিয়ে ছাত্রদলের দুইগ্রুপের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে জ্যেষ্ঠ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, সকাল ১০টায় উত্তর জেলা ও বিকেল ৪টায় দক্ষিণ জেলা বিএনপির তৃনমূল কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমএস/আরআইএস/এসআই