ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে শেখ হাসিনার জনসভামুখে জনস্রোত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মে ৬, ২০১৭
কক্সবাজারে শেখ হাসিনার জনসভামুখে জনস্রোত মিছিলে মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার দিকে ছুটছে হাজারো মানুষ। ছবি: বাংলানিউজ

কক্সবাজার থেকে: বাদ্য-যন্ত্র বাজিয়ে, নেচে গেয়ে, উল্লাস আর উচ্ছ্বাসে মিছিলে মিছিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার দিকে ছুটছে হাজারো মানুষ। দুপুরের তপ্ত রোদ্দুরকে উপেক্ষা করে কক্সবাজারের সাগর পাড়ের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত জনসভা অভিমুখে নেমেছে এ জনস্রোত।

বিকেলে এখানে জনসভাটির আয়োজক স্থানীয় আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।
 
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় দুপুর সাড়ে ১২টা থেকেই আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।  

সকাল থেকেই ঢাক-ঢোল বাজিয়ে মিছিল নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীসহ জনসভা মাঠে অবস্থান করছেন কক্সবাজার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দুপুর ২টার দিকে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের চারপাশ দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের পর কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখছেন। মধ্যাহ্ন ভোজ ও দুপুরের নামাজের পর পৌনে ৩টার দিকে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেবেন।  
 
সভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী আয়োজনের এক পাশে উদ্বোধন করবেন কক্সবাজার মেডিকেল কলেজের একাডেমিক ভবন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হল, কক্সবাজার সরকারি  কলেজের একশ’ শয্যাবিশিষ্ট ছাত্রী নিবাস, উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ এর দ্বিতল একাডেমিক ভবন, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্প।  

এছাড়াও তিনি ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলো হলো- কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এলজিইডি অংশ এর আওতায় কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর উপর খুরুশকুল ঘাটে ৫৯৫ মিটার দৈর্ঘ্যের পিসি বক্সগার্ডার সেতু, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনাল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি এসপিএম (ইনস্টলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং) প্রকল্প, নাফ ট্যুরিজম পার্ক, কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমইউএম/টিটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।