রোববার (০৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির নতুন কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা জানিয়েছেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘শুধু কাজ করলে হবে না, মানুষকে জানিয়ে দিতে হবে, আমরা তাদের জন্য কি করছি।
‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক প্রথম দিনের কর্মশালায় অংশ নিচ্ছেন ৫০ জন সংসদ সদস্য। আওয়ামী লীগের আয়োজনে তিনদিনের কর্মশালার আগামী দু’দিনে অংশ নেবেন আরও ১০০ জন সংসদ সদস্য।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঞ্চালনা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমন্ত্রণ জানালে পদ্মাসেতু নির্মাণ কাজ দেখতে যাওয়ার কথা জানান জয়।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমইউএম/এএসআর