ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পদ্মাসেতু নির্মাণযজ্ঞ দেখতে যাবেন জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, মে ৭, ২০১৭
পদ্মাসেতু নির্মাণযজ্ঞ দেখতে যাবেন জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: চলমান পদ্মাসেতু নির্মাণযজ্ঞ দেখতে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

রোববার (০৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির নতুন কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা জানিয়েছেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘শুধু কাজ করলে হবে না, মানুষকে জানিয়ে দিতে হবে, আমরা তাদের জন্য কি করছি।

বিদ্যুৎকেন্দ্র নিজে নিজে নির্মিত হয় না, পদ্মাসেতুও এমনিতেই তৈরি হয়ে যায় না। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে হচ্ছে। আমরা এটির টাকা জোগাড় করে দিয়েছি, আমরা পরিশ্রম করছি’।
 
‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক প্রথম দিনের কর্মশালায় অংশ নিচ্ছেন ৫০ জন সংসদ সদস্য। আওয়ামী লীগের আয়োজনে তিনদিনের কর্মশালার আগামী দু’দিনে অংশ নেবেন আরও ১০০ জন সংসদ সদস্য।  
  
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঞ্চালনা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমন্ত্রণ জানালে পদ্মাসেতু নির্মাণ কাজ দেখতে যাওয়ার কথা জানান জয়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।