ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সেমিনারে প্রধান অতিথি খালেদা-বি চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ১২, ২০১৭
বিএনপির সেমিনারে প্রধান অতিথি খালেদা-বি চৌধুরী

ঢাকা: বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরে ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেনিমার আয়োজন করতে যাচ্ছে বিএনপি।

শনিবার (১৩ মে) রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠেয় ওই সেমিনারের উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউ এম বদরুদ্দোজ চৌধুরী (বি চৌধুরী।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।



তার দুই প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এসব তথ্য জানান।

বিএনপি থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল গঠন করা বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপির সেমিনারে প্রধান অতিথি করায় ‘জাতীয় ঐক্য’র’ আভাস পাচ্ছেন সংশ্লিষ্টরা।

কিন্তু শারিরীকভাবে ভীষণ অসুস্থ বি চৌধুরী বিএনপি আয়োজিত সেমিনারে উপস্থিত থাকতে পারবেন কী না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। তিনি উপস্থিত থাকতে না পারলে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


দুই পর্বে আয়োজিত সেমিনারের প্রথম পর্বে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দিনব্যাপী সেমিনারে মোট পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এগুলো উপস্থাপন করবেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. মোহম্মদ সিরাজুল ইসলাম, ড. সিদ্দিকুর রহমান ও অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা।

দিনব্যাপী এ সেমিনার সঞ্চালনা করবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেড/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।