শুক্রবার (১২ মে) বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া যে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন তা অন্তসারশুন্য, ফাঁকা বক্তব্য।
খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভিশন ঘোষণার পর কীভাবে এটা বাস্তবায়ন করবেন সাংবাদিকদেরও তার কোনো উত্তর দেননি। ৭১ এর মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে, এ বিচার অব্যাহত রাখবে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেন নি। তিনি ক্ষমতায় থেকে এবং বিরোধী দলে থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করেছেন। বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। বিএনপিকে, বিএনপি নেত্রীকে দেশের মানুষ চিনে ফেলেছে। তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নেই। তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনার মতো বোকামি কাজ আর বাংলাদেশের মানুষ করবে না।
কামরুল বলেন, খালেদা জিয়া ফাঁকা বুলি দিয়ে নির্বাচনে যাওয়ার একটা প্লাটফর্ম তৈরি করেছেন এটা বোঝা যাচ্ছে। ভালো কথা নির্বাচনে আসার প্লাটফর্ম তৈরি করেছেন এ জন্য স্বাগত জানাই। আমরা তাদের সঙ্গে খেলতে চাই। নির্বাচনে আমরা ফাঁকা মাঠে খেলতে চাই না।
তিনি শিশুদেরকে ড. ওয়াজেদ মিয়ার আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।
শেখ রাসেল সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ড. হোসেন মনছুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, অরুণ সরকার রানা প্রমুখ।
শেখ রাসেল শিশু সংসদ আয়োজিত আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১২, ২০১৭
এসকে/আরআইএস/বিএস