শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যুবদল কর্মী শাকিলকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হচ্ছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে শহরের শিমরাইলকান্দির জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বাসায় জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন সম্পর্কে আলোচনায় বসেন যুবদল নেতা মিজানুর রহমান। আলোচনার একপর্যায়ে মিজানের সঙ্গে মনিরের কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে মিজান ও মনিরের সমর্থকরা শহরের কলেজপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ১৫/২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ রোডের নাদিম ভিজ্যুয়াল, মোল্লা অনলাইন, রয়েল মাইক সার্ভিস, একটি মুদি দোকানসহ চারটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় কলেজে পরীক্ষা দিতে আসা ছাত্র/ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরএ