ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপিদের প্রতি আবারো প্রধানমন্ত্রীর সতর্কতা সংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমপিদের প্রতি আবারো প্রধানমন্ত্রীর সতর্কতা সংকেত

ঢাকা:  আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকের পর আবারো দলীয় সংসদ সদস্যদের প্রতি সতর্কতা সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ সংকেত দেন।

প্রধানমন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন এমপিরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না।


 
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় আগামী সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপিদের প্রতি এই সতর্ক সংকেত দেন।

পাশাপাশি আওয়ামী লীগকে অনুকরণ করে বিএনপি ভিশন-২০৩০ দিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না। এবার যারা এমপি আছেন আগামীতেও তারা সবাই দলের মনোনয়ন পাবেন এটা যদি কেউ মনে করেন সেটা ভুল হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে ভালোভাবে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। সরকারের উন্নয়নমূলক কাজ ভালোভাবে তুলে ধরে ভোটারদেরকে আকৃষ্ট করতে হবে।

যারা নিজের নির্বাচনী এলাকায় যান না, জনগণের সঙ্গে, দলের তৃণমূল নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক, যোগাযোগ রাখেন না তারা দলের মনোনয়ন পাবেন না।   মন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

এ সময় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নকে জনগণের মাঝে ভালোভাবে তুলে ধরা এবং সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন।

এর আগে গত ৭ মে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাদের কাউকে আগামী নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া হবে না। নির্বাচনী এলাকায় কার কি অবস্থা, কতটুকু জনপ্রিয়তা আছে সেটা যাচাই করার জন্য তিনি জরিপ চালিয়ে তথ্য নিচ্ছেন এবং তালিকা তৈরি করছেন বলেও সংসদীয় দলের ওই বৈঠকে জানিয়েছিলেন।
 
সূত্র আরো জানায়, সোমবারের মন্ত্রিসভার বৈঠকে কথার প্রসঙ্গে বিএনপি ঘোষিত ভিশন-২০৩০’র বিষয়টিও উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার অনেকেই বিএনপির এ ভিশন-২০৩০ আওয়ামী লীগের ভিশন-২০২১ ও ভিশন-২০৪১কে অনুকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা যে ভিশন দিয়েছে সেটা তো আমাদেরকে ফলো করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসকে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।