ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ বিএনপির ৯২ নেতাকর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
সিরাজগঞ্জ বিএনপির ৯২ নেতাকর্মীর জামিন

সিরাজগঞ্জ: পুলিশের গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ৯২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার (১৫ মে) দুপুরের দিকে ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আক্তার তাদের জামিন মঞ্জুর করেন। একই মামলায় ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

জামিনপ্রাপ্তদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক মুন্সী কামাল উদ্দিন, রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নূর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ রয়েছেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইনতাজুল হক বাবু বাংলানিউজকে জানান, সোমবার সকালে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৯২ জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে পৌর এলাকার সমাজকল্যাণ অফিস মোড়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় সদর থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাদী হয়ে বিএনপির ৯৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১২শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান বাংলানিউজকে জানান, এ মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের ২৯ ফেব্রুয়ারি ১২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৬ সালের ২৯ ডিসেম্বর মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, রফিক সরকার ও নাজমুল হাসান।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।