মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর উত্তরা কমিউননিটি সেন্টারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা গ্রুপ ও জেলা বিএনপির বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীরা পা থেকে জুতা-স্যান্ডেল খুলে মঞ্চের দিকে মারতে থাকেন। মঞ্চের ব্যানার টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা চালান। এছাড়া চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এছাড়া কেন্দ্রীয় নেতারা সবাইকে শান্ত করে আবারও সম্মেলন শুরু করেছেন।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আবারও কর্মী সম্মেলন শুরু হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
এর আগে সোমবার (১৫ মে) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির কর্মী সম্মেলন শুরুর এক পর্যায়ে মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাবেক সভাপতি মিজানুর রহমান মিনু গ্রুপের নেতার্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় উজ্জ্বল শেখ নামের এক কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের সময় পুলিশ গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসএস/বিএস