মঙ্গলবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৯টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। তবে মাত্র ২৯ শতাংশ ভোট পড়েছে।
এ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, নৌকা প্রতীক নিয়ে বেলাল ২৯ হাজার ৪৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম স্বপন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ২১৫ ভোট।
তিনি আরো জানান, এ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ধান কাটার মৌসুম থাকায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই