ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজপথে না থাকলে কোনো আন্দোলনই সফল করা যাবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
রাজপথে না থাকলে কোনো আন্দোলনই সফল করা যাবে না প্রতিনিধি সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায়-ছবি-বাংলানিউজ

রাজশাহী: জিয়াউর রহমান বিএনপির অনুপ্রেরণা, খালেদা জিয়া সাহস আর তারেক রহমান আগামী দিনের পথচলার উৎসাহ। রাজপথে যা কিছু হবে তা মোকাবিলা করা আমাদের দায়িত্ব। নিজেদের মধ্যে শক্তি ক্ষয় না করে সব শক্তিকে এক করে রাজপথ দখল করতে হবে। না হলে কোনো আন্দোলন সফল করা যাবে না।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাজশাহীর উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন।

তিনি বলেন, রাজশাহীর অনেক সমস্যা রয়েছে।

আমরা জানি মহানগরে সমস্যা রয়েছে, জেলার মধ্যে সমস্যা। প্রত্যেক জায়গায় কিছু না কিছু সমস্যা। এসব সমস্যা সমাধানের জন্য একটি সুষ্ঠু পথ দরকার, সময়ের দরকার, আলোচনা দরকার।  

প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এর আগে সকালে সম্মেলনস্থলে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে জেলা বিএনপির দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। সোমবার (১৫ মে) মহানগর বিএনপির কর্মী সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষের পর এবার জেলার সম্মেলনেও হাতাহাতির ঘটনা ঘটলো।
 
ওই সময় গয়েশ্বরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসএস/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।