ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মে ২০, ২০১৭
খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাষ্ট্রবিরোধী কোনও কর্মকাণ্ড কিংবা কোনও ডকুমেন্ট সেখানে রয়েছে কি না তা দেখা হচ্ছে এই তল্লাশিতে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে এই খবর লেখা পর্যন্ত তল্লাশি চলছিলো।



আবু বকর সিদ্দিক জানান, আদালতের একটি সার্চ  ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশি চালাচ্ছেন তারা।  

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সকাল সাড়ে আটটার দিকে চেয়ারপার্সনের গুলশান কার্যলয়ে পৌঁছেছেন বলে জানিয়েছেন মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি বাংলানিউজকে বলেন, তারা বাইরে থেকে কিছুই বুঝতে পারছেন না। কার্যলয়ের ভেতরে অফিস সহকারীরা ছাড়া রাতে আর কেউ ছিলো না।  

বিস্তারিত আসছে....

বাংলাদেশ সময় ০৮২৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।