শনিবার (২০ মে) দুপুরে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম শ্যামল, যুবদল নেতা মো. মানিক, ছাত্রদল নেতা ইসমাইল, ছাত্রলীগ কর্মী মো. মামুন ও শাহ ফরদাহ।
কমলনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. বেলায়েত হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘আমরা সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে ছাত্রলীগের বাধায় সভা করতে পারিনি। সভাস্থল থেকে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা ফের ধাওয়া ও হামলা চালান। এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ৫/৬ জন আহত হন’।
কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব বলেন, ‘রোববার (২১ মে) বিকালে হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হবে। ওই সম্মেলন পণ্ড করতে তারা যড়যন্ত্র করছিলেন। এ খবরে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। হামলার অভিযোগ সত্য নয়। তবে কমিটি নিয়ে ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে কেউ আহত হতে পারেন’।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে তৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২০, ২০১৭
এএসআর