ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলানিউজে এবার মাঠে-ঘাটে ভোটের কথা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বাংলানিউজে এবার মাঠে-ঘাটে ভোটের কথা মাঠে-ঘাটে ভোটের কথা টিম। ছবি: রাজিন চৌধুরী

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি বছর দেড়েক সময়। কিন্তু এরইমধ্যে শুরু হয়ে গেছে ভোটের প্রস্তুতি। রোড ম্যাপ নিয়ে সামনে এগুচ্ছে নির্বাচন কমিশন। যার যার নির্বাচনী এলাকায় গণসংযোগ বাড়িয়ে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

কিন্তু কি ভাবছে আমজনতা? সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তাদের সম্পর্কইবা কেমন যাচ্ছে? নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন কারা? শহুরে চায়ের আড্ডা আর গাঁও-গেরামের জটলায় কি কথা হচ্ছে ভোট নিয়ে?

কে কে থাকছেন ক্ষমতাসীনদের মনোনয়ন তালিকায়? বাদ পড়ছেন কারা কারা? নির্বাচনী রাজনীতিতে নতুন মুখ আসছে কোথায় কোথায়? দশম নির্বাচনে সরে থাকা বিএনপি ও সহযোগী দলগুলো কি এবারের নির্বাচনে আসছে? জাতীয় পার্টিসহ অন্য দলগুলোর প্রস্তুতি কেমন?

নির্বাচন নিয়ে এমন হাজারো জানা-অজানা খবর তুলে আনতে এবার ‘মাঠে-ঘাটে ভোটের কথা’ শীর্ষক সরেজমিন ধারাবাহিক রিপোর্টের উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম ডিজিটাল সংবাদ মাধ্যম বাংলানিউজ। মঙ্গলবার (২৩ মে) থেকে বাংলানিউজের ১১ জন সংবাদ কর্মী পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সংসদীয় এলাকা চষে তুলে আনবেন পরবর্তী ভোটের আগাম ‍সব খবর।



প্রথম ধাপেই মাঠে নামছেন অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর হুসাইন আজাদ, সিনিয়র করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লা ও ইকরাম উদ দৌলা। তারা যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার আসনগুলোতে।

এরপর পর্যায়ক্রমে তৃণমূলে যাবেন অ্যাডিশনাল আউটপুট এডিটর রাইসুল ইসলাম, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ ও জনি সাহা। স্পেশাল করেসপন্ডেন্ট রহমান মাসুদ, সেরাজুল ইসলাম, মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট মণি আচার্য।

খবরের জগতে আগামীতে ডিজিটাল সংবাদ মাধ্যমই হবে নিয়ামক শক্তি। তাই দেড় শতাধিক সংবাদ কর্মীর বিশাল টিম গড়েছে বাংলানিউজ।   এই বিশাল টিমের নিরলস প্রচেষ্টায় ভোটের আগেই ভোটের খবর পেতে চোখ রাখুন বাংলানিউজে। আপনার এলাকার যে কোনে‍া খবর জানাতে মেইল করুন [email protected]  ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।