শনিবার (২৭ মে) দুপুরে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ২নং রাইখালি ইউনিয়নের রায় সাহেব বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশেষ মহলের যড়যন্ত্রের কারণে পার্বত্য এলাকায় মাঝে মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিহার পরিচালনা কমিটির সভাপতি রুবি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা পরিষদের সাবে চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাসুই প্রু মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এনটি/এসএইচ