রোববার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ভাস্কর্য তৈরির শুরু থেকেই হেফাজতে ইসলাম নানা সমালোচনা করছে।
প্রশাসন বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইনু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনি হোসেন, জাসদের ঢাকা মহানগরীর সভাপতি মীর হোসেন, অভিনেতা নাদের খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যই হেফাজতে ইসলাম তথা তেঁতুল হুজুররা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু দেশের জনগণ তাদের এই হীন স্বার্থ চরিতার্থ হতে দেবে না।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ইউএম/আরআর/এমজেএফ