বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের অধিকার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ভুলুন্ঠিত করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুণরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফকরুল বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এছাড়া ৩০ মে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহসহ সকল স্তরের জনগণের প্রতি আহবান জানান মির্জা ফখরুল।
বাংলাদেশ সময়: ১৬৫০, ২৯ মে, ২০১৭
বিএস