ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আগামী নির্বাচনে বিএনপির হ্যাট্রিক পরাজয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, জুন ৭, ২০১৭
‘আগামী নির্বাচনে বিএনপির হ্যাট্রিক পরাজয়’

ঢাকা: আগামী নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক জয় ও বিএনপির হ্যাট্রিক পরাজয় হবে বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে-দুর্বিপাকে জনগণের পাশে না দা‍ড়িয়ে  আন্দোলনের হুমকি দেওয়া বিএনপি জনগণের আস্থা হারিয়েছে।

তিনি বলেন, একদিকে হুমকি দিয়েও আন্দোলনে না নামা অন্যদিকে হাওর ও দক্ষিণ উপকূলসহ কোনো জনদুর্ভোগেই জনগণের পাশে না থেকে আবারো আস্থা হারিয়েছে বিএনপি। এ কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক জয় ও বিএনপির হ্যাট্রিক পরাজয় আশা করছেন তিনি।

সকাল সাড়ে আটটার দিকে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের শীর্ষ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।