ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের উন্নয়নের কোনো শেষ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুন ৮, ২০১৭
সরকারের উন্নয়নের কোনো শেষ নেই শিল্প ও  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে উন্নয়নের কোনো শেষ নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব উন্নয়নমূলক কাজ করেছেন এতে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। তখনও এ উন্নয়নের গতি অব্যাহত থাকবে। 

কিন্তু বিএনপি ক্ষমতায় এসে কোনো উন্নয়ন করেনি। বরং তারা ক্ষমতায় এসে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এবং পদ্মাসেতুর কাজ বন্ধ করে দিয়েছিল।

এ সরকার ক্ষমতায় এসে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ অনেক উন্নয়নমূলক কাজ করছে।

বৃহস্পতিবার (৮ জুন) ভোলা সদরের কাচিয়া, বাপ্তা এবং ইলিশা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  বিএনপি আমলে অন্যায় অত্যাচার করলেও আওয়ামী লীগ প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করে না। অথচ ইফতার পার্টিতে মানুষের দোয়া-কালাম করার কথা থাকলেও বিএনপি নেত্রী তা না করে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কথা বলেন। তার কথার সঙ্গে বাস্তবতার মিল নেই।  

তিনি জানান, ভোলার চারটি সংসদীয় আসনের নদী ভাঙন রোধ করতে দেড় হাজার কোটি টাকার বরাদ্দ হয়েছে। এছাড়া অবকাঠোমো উন্নয়নে ৪৬৫ কোটি কাটা বরাদ্দ হয়েছে। জেলার কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না। শিগগিরই ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু হবে।  

এর আগে হেলিকপ্টারে করে ভোলায় আসেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।  

মন্ত্রী পরে বাপ্তা ইউনিয়নে এক কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে কৃষক সেবা কেন্দ্র, কাচিয়াতে তিন কিলোমিটার পাকা রাস্তা এবং ইলিশা ইউনিয়নে বাজার উন্নয়ন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।  

এ সময় ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব ও এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু সায়েম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।