শনিবার (১০ জুন) শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে রাষ্ট্র চালিয়েছে হাওয়া ভবন।
মন্ত্রী বলেন, ২০০৪ সালে হাওয়া ভবন থেকে নির্দেশ পেয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা চেষ্টা করা হয়েছিল। আজকের এই জঙ্গি ও সন্ত্রাস বিএনপির আমলে সৃষ্টি হয়েছিলো। এখনো জঙ্গিরা ধরা পড়লে খালেদা জিয়া তাদের পক্ষে বিবৃতি দেন।
এসময় আগামী সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের দূর্গ গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, শহর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লা নাজু, সম্পাদক আলী নেওয়াজ পলাশসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগণ।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এনটি