শুক্রবার (১৬ জুন) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা দিবস ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
তিনি বলেন, বাংলার মানুষ আর বোকা নেই, তাদের মনে আছে যারা আন্দোলনের নামে নিরীহ মানুষদের পুড়িয়ে হত্যা করে তারা কখনই দেশ ও জাতীর কথা চিন্তা করে না।
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ফারজানা কুইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে সৃজনশীল মেধা অন্বেষণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এর আগে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে রক্ষণাবেক্ষণকারী ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় পুলিশ সুপার মো. হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, টি আই সাদাকাতুল বারীসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
জেডএস