শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় সিংড়া পৌরসভার শোলমাড়ি মহল্লায় ১২৩টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এদেশের প্রতিটি গৃহহীন মানুষকে বসতভিটা তৈরী করে দিচ্ছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর ডিজিএম জাকির হােসেন, আওয়ামী লীগ নেতা আদেশ আলী, পৌর কাউন্সিলর নওশাদ মোল্লা, সেলিম হোসেন, পৌর যুবলীগ সভাপতি সােহেল তালুকদার প্রমুখ।
নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর ডিজিএম জাকির হােসেন বাংলানিউজকে জানান, সিংড়া পৌরসভার ১২নং ওয়ার্ডে শৈলমারি মহল্লায় ১২৩টি পরিবারের জন্য এক দশমিক ৮৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ২৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এনটি