ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঈদ আনন্দ বঞ্চিত হবেন না কেউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ঈদ আনন্দ বঞ্চিত হবেন না কেউ নেত্রকোনার মানচিত্র

নেত্রকোনা: ‘দেশের কোনো মানুষ ঈদ আনন্দ বঞ্চতি হবেন না। রাষ্ট্রে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কেউ কারো ধর্মীয় উৎসব আনন্দ অনুভূতি থেকে বঞ্চিত হবেন এমনটা হতে দেবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এ কথা বলেছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

বুধবার (২১ জুন) নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ বাসভবনে দলের নেতার্কমীদের সঙ্গে মতবনিমিয় ও ঈদ বস্ত্র বিতরণের সময় কেন্দ্রীয় নেতা অপু এ কথা বলেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী গণমানুষের রাজনীতি করেন। দেশের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রীর রাজনীতির একমাত্র লক্ষ্য।  

অপু তার নিজস্ব তহবিল থেকে উপজেলাসহ ইউনিয়ন, ওর্য়াড পর্যায়ের গরিব, অসহায় মানুষের হাতে ঈদ বস্ত্র শাড়ি ও পাঞ্জাবি তুলে দেন। এসময় দলের নেতার্কমীরা উপস্থিত ছিলেন।

বাংলাদশে সময়: ০৬১৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।