ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় জেলা শিবির সভাপতিসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ভোলায় জেলা শিবির সভাপতিসহ আটক ৪

ভোলা: ভোলায় জেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ মামুনসহ চার কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) রাতে গোপন বৈঠককালে বোরহানউদ্দিন উপজেলার খেয়াঘাট এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫টি জিহাদী বই, কম্পিউটার ও সদস্য ফরম জব্দ করা হয়।

আটকরা হলেন- জেলা শিবিরের সভাপতি ও ইলিশা ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ মামুন, বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের দালালপুর এলাকার মো. শাখাওয়াত, টবগি গ্রামের ফয়েজ ও চকডোষ গ্রামের মো. শাহিন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বাংলানিউজকে জানান, রাতে খেয়াঘাট এলাকার একটি বাড়িতে শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।