ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রিলিফ লুটপাট করছে আ’লীগ নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
রিলিফ লুটপাট করছে আ’লীগ নেতাকর্মীরা বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান/ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: সারা দেশে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ রিলিফ আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে খাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার (১৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'হত্যা, নির্যাতন, গুম-অপহরণের কবলে সারা দেশ; কোন পথে বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বাংলাদেশ ইয়ুথ ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, হাওর‍াঞ্চল, উত্তরাঞ্চলসহ সারা বাংলাদেশ এখন বন্যায় ভাসছে। আর বন্যা নিয়ে আওয়ামী লীগের নেতারা বলছেন, আমাদের চালের মজুদের অভাব নেই। অথচ বন্যাদুর্গত মানুষগুলো ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে, তারা রিলিফ পাচ্ছে না। দুর্গত এলাকায় যে চাল ও খাদ্য সামগ্রী যাচ্ছে সেগুলো আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে।

নোমান বলেন, এই অবৈধ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। এজন্য তারা বন্যাদুর্গত গরিবদের নামে বরাদ্দের রিলিফ ও লুটপাট করছে। সরকারের এই চুরি ও নির্যাতন জনসম্মুখে তুলে ধরতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এমসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।