পাবনা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি (পাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।
সোমবার (১৭ জুলাই) সকাল থেকে দফায় দফায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’টি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এসময় উভয়পক্ষ পাল্পাপাল্টি ইট-পাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফের সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
টিএ/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।