ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন জয়নুল আবদিন ফারুক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
জামিনে মুক্তি পেলেন জয়নুল আবদিন ফারুক

ঢাকা: নাশকতার চার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।  

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা সাড়ে ৩টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে তিনি মুক্তি পান।  

মুক্তির ‍বিষয়টি বাংলানিউজ নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) নাশকতার চার মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।  

২০১৫ সালে সরকার বিরোধী হরতাল-অবরোধ চলাকালে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় এসব মামলা দায়ের করা হয়। চলতি মাসের ২ জুলাই নাশকতার কয়েক মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফারুক। আদালত জামিন না নিয়ে তাকে কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এজেড/বিএস
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।