ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি

ঢাকা: চট্টগ্রামের র্কণফুলী উপজেলাসহ দেশের কয়েকটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন) মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া হয়েছে মো. নুরুল ইসলামকে। আর রায়পুরে মো. রেজাউল করিম নান্নু এবং রামনাথপুরে নৌকার প্রার্থিতা পেয়েছেন মো. ছাদেকুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার খাড়েরা ইউনিয়নে চেয়ারম্যান পদে কবির আহম্মদ খাঁনকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা দক্ষিণ ইউপি নির্বাচনে মো. আবদুল মালেককে প্রার্থী করা হয়েছে।         

এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী, ভাইস-চেয়ারম্যান পদে মো. দিদারুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বানাজা বেগমকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলটি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।