শনিবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর বিনোদপুর বাজারে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মতিহার থানা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তার দলের নেতারা বাংলা ভাই তৈরি করে দাবি করেছিলেন- বাংলা ভাই মিডিয়ার তৈরি।
তিনি আরও বলেন, ‘২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নিতে আমরা বারবার বলেছিলাম। কিন্তু তারা নির্বাচনে অংশ না নিয়ে দেশে জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করে। বাসে-ট্রেনে আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করে। এসব ঘটনা বাংলাদেশের মানুষ কোনো দিন ভুলবে না। আর বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিবেন না। তিনি শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবেলা করবেন।
ওয়ার্কার্স পার্টির মতিহার থানার সম্পাদক রমজান আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদক মণ্ডলির সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, অ্যাডভোকেট আবু সাইদ, আবদুর রাজ্জাক ও আশরাফুল হক তোতা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসএস/আরআইএস