রোববার (২৩ জুলাই) পাবলিক সার্ভিস ডে-২০১৭ উপলক্ষে ঢাকায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটি) ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম পরিদর্শনের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিতে আক্রমণ-পাল্টা আক্রমণ থকবেই।
মন্ত্রী বলেন, বিরোধী দল ছাড়া রাজনীতি হয় না। আমরা এটা চাই না। আমরা চাই সবার অংশগ্রহণে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক।
তিনি আরও বলেন, সরকার সচিব পরিবর্তন করবে। এটা নিয়ে সমালোচনা করলে তো দেশ পরিচালনা করা যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণা হলে সবার সুবিধা নিয়ে বিবেচনা করা হবে। প্রচার-প্রচারণা নিয়ে সবাই যাতে সমান সুযোগ পায় সে বিষয়টি দেখা হবে।
১৪ দলীয় জোট সম্পর্কে তিনি বলেন, আমরা উইনিবল প্রার্থীদেরই মনোনয়ন দেব। এখন শরিকদের প্রার্থী যদি উইনিবল না হয় তাহলে নির্বাচনে হেরে যাবো। কাজেই এ বিষয়ে বলার সময় এখনও হয়নি।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আরআর