বুধবার (২৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলার চার্জশিট আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। ২৮ আগস্ট পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমান পাল বাংলানিউজকে পরোয়ানা সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, খন্দকার মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবদীন, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সরাফত আলী খান সফু, আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নীরবসহ ৩৯ জন।
এ মামলায় মোট আসামি ৫৩ জন। এর মধ্যে বরকত-উল্লা-বুলু ও মনির হোসেন কারাগারে রয়েছেন। এছাড়া ১২ জন জামিনে রয়েছেন। এর মধ্যে আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শওকত মাহমুদ, এমকে আনোয়ার, হাবিবুন্নবী খান সোহেল প্রমুখ রয়েছেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পল্টন এলাকায় ত্রাস সৃষ্টি ও ভাংচুরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় পল্টন থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমআই/এসএইচ