শুক্রবার (২৮ জুলাই) বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
পদ্মা সেতু সম্পর্কে আলোচনা করতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘কেউ কী ভেবেছিল পদ্মা সেতু হবে? কেউ ভাবে নাই।
এসময় তিনি বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন দেশের সেবা করতে পারেন।
নিজের জন্য দোয়া চেয়ে তিনি আরো বলেন, ‘আমি যেন আপনাদের সেবা করে যেতে পারি সেই সুযোগটা রাখবেন’।
এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়নও তুলে ধরে ধরেন।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর রুমান, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, কৃষি খামার বাড়ির উপ-পরিচালক (ডিডি) আশরাফ উদ্দিন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন তিনি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন, নগদ টাকা ও লোহার বেঞ্চ বিতরণ করেন।
এর আগে সকালে তিনি নকলা উপজেলা পরিষদ চত্বরে অপর এক সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন, নগদ টাকা ও লোহার বেঞ্চ বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
আরএ