সোমবার (৩১ জুলাই) দুপুর ১টায় এ ধারার আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমাবেশের স্থানসহ সমগ্র পৌর এলাকায় এ ধারা বহাল থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করার জন্য সোমবার বিকেল ৩টায় স্থানীয় পলিগ্যান পাবলিক স্কুল প্রাঙ্গণে সমাবেশ আহবান করেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন ও তার সমর্থকরা।
অপরদিকে একই স্থানে জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা সভাপতি মো. ইদ্রিস আলী ভূইয়া ও তার সমর্থকরাও সমাবেশ আহবান করেন।
একই স্থানে দুই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ বাংলানিউজকে জানান, সমাবেশের স্থানসহ সমগ্র পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে পৌর এলাকায় মাইকিংও করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
আরএ