ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: রিজভী সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে

ঢাকা: বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণের পর তাকে ও তার মাকে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার ( ২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

‘বগুড়ায় কিশোরী ধর্ষণ ও তার মাকে নির্যাতনের ঘটনায় আকটদের বিচারের দাবি’তে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

রিজভী বলেন, সরকারের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা যখন যা ইচ্ছা তাই করছে। কতো বড় জঘন্য ঘটনা, মেয়েকে ধর্ষণের পরে তার মাকেও নির্যাতন করা হয়। এ বিএনপি নেতা বলেন, বগুড়ায় ধর্ষণের ঘটনা জড়িত তুফানসহ সবাইকে কঠিন শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, তুফান আ’লীগের বিদায়ের আরও এক ধাপ সাইরেন বাজিয়ে দিলো। এতে এটাই প্রমাণিত হয়, সরকারের নির্দেশেই তারা এসব জঘন্য কাজ করে বেড়ায়।

ষোড়শ সংশোধনী বাতিল বিষয়ে তিনি বলেন, এ সংশোধনী বাতিল করায় জনগণ ন্যায় বিচার পাবে। এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। জনগণ যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তাহলে সেটা কখনো ভালো সুফল বয়ে আনে না। এছাড়া এ সরকার কখনো জনগণের ভালো চায় না। যদি চাইতো তাহলে নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার দিতো। কিন্তু জনগণের অধিকারও তারা আজ কেড়ে নিয়েছে।

মানববন্ধনে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সরকারের শক্তি বন্দুকের শক্তি, সন্ত্রাসের শক্তি। যারা সরকারে বিরুদ্ধে কথা বলছে সরকার তাদের গুম করা হচ্ছে। এটা কখনো ভালো সরকারের বৈশিষ্ট্য হতে পারে না। এভাবে কখনো দেশ চলতে পারে না। এ সরকারে আমলে খুন, গুম ও ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। বগুড়াতে একটি মেয়েকে ধর্ষণ করা হলো আবার তার মাকেও নির্যাতন করা হলো- এভাবে কি দেশ চলে? সরকারের যদি লজ্জা থাকতো তাহলে এই ঘটনার সঙ্গে সঙ্গে পদত্যাগ করতো।

তিনি আরও বলেন, এদেশের জনগণ এখন সবকিছু বোঝে। কাজেই মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। কারণ মানুষকে ফাঁকি দিতে গিয়ে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। এছাড়া দেশের জনগণ এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে ক্ষমতা ছিনিয়ে আনবেই।   

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফেরোজা আব্বাস, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির সভাপতি পেয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মেহেরুন নেছা, সাধারণ সম্পাদক আমেনা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।